Multi-window in Primo E2 (Tutorial)

এটি E2 র জন্য মোড করা যার মাধ্যমে Samsung Galaxy device এর মতো মাল্টি উইন্ডো ব্যবহার করা যায়। আপনাদের জন্য সহজ টিউটোরিয়াল দেওয়া হল। thumbnail 1 summary


এটি E2 র জন্য মোড করা যার মাধ্যমে Samsung Galaxy device এর মতো মাল্টি উইন্ডো ব্যবহার করা যায়। আপনাদের জন্য সহজ টিউটোরিয়াল দেওয়া হল।


যা যা লাগবে:
# Rooted Primo E2
# Xposed installed
# xMultiWindow (moded for E2)


টিউটোরিয়াল:
# প্রথমে "Xposed Installer" ইন্সটল করে নিন। এবার এপ্টি open করে "Framework>Install/Update" এ যান। SuperSU Grand করে Ok দিন, মোবাইল Reboot নিবে। Link:" http://dl.xposed.info/latest.apk "
# xMultiWindow ইন্সটল করুন কিন্তু সাবধান, Open করবেন না।
 লিংক : Primo E2 Group এর File এ আপলোড করা আছে
# এখন Xposed Installer open করে Modules এ যান এবং "xMultiWindow...." এর আগে টিক দিন। আপনার মোবাইল রিবুট দিন। ব্যস কাজ খতম!!

এবার App Drawer থেকে xMultiWindow open করুন এবং "SideBar setting>Sidebar App setting" এ গিয়ে আপনার পছন্দমত App Add করে নিন আর তারপর Open SideBar এ ট্যাপ করুন। (SideBar with 80% থেকে 100% করে নিবেন।)

1 comment